এসআইইউ ইংরেজি বিভাগে স্মরণসভা
দেশের শিক্ষা-সাহিত্য অঙ্গনে সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এক আলোকবর্তিকা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৭:৫২:০৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে বরেণ্য শিক্ষক এবং লেখক প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণ সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের শিক্ষা এবং সাহিত্য অঙ্গনে তিনি ছিলেন এক আলোকবর্তিকা। তাঁর শিক্ষা শুধু শ্রেণীকক্ষে আবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল শুভ চিন্তার প্রতিটি মানুষের মনে। ফলে তাঁর মৃত্যু মানে এক প্রজ্ঞাদীপ্ত যুগের অবসান। জ্ঞান, প্রজ্ঞা ও মননশীলতার জগতে গভীর এক শূন্যতা সৃষ্টি করেছে তাঁর চলে যাওয়া। বক্তারা, শিক্ষার্থীদের প্রয়াত মনজুরুল ইসলামের জীবন ও কর্ম অনুশীলনের আহবান জানিয়ে বলেন, তিনি থাকবেন আমাদের প্রেমে, আমাদের প্রার্থনায়। এছাড়াও বক্তারা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক অগ্রযাত্রায় সৈয়দ মনজুরুল ইসলামের গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘ এ ট্রিবিউট টু প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে ইংরেজি বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। মুখ্য আলোচক ছিলেন মদনমোহন সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং সৈয়দ মনজুরুল ইসলামের বাল্যবন্ধু ও সহপাঠী গোলাম কাদির মোহাম্মদ আলমগীর। তিনি তার বক্তব্যে মনজুরুল ইসলামের সাথে কাটানো শৈশব, কৈশোর এবং বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বলেন, সাধারণ জীবন যাপনের মধ্য দিয়ে মনজুরুল ইসলাম অসাধারণ এক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। পদ,পদবী, খ্যাতির কোন অহংকার তাঁকে স্পর্শ করেনি। ফলে মৃত্যুর আগে মনজুরুল ইসলাম তাঁর কর্ম দিয়ে,বন্ধুবাৎসল্যতা দিয়ে জয় করেছেন সকল বয়সী মানুষের হৃদয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব।
প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় সভার কার্যক্রম। শুরুতেই তাঁর জীবনী পাঠ করেন ইংরেজি বিভাগের প্রভাষক মাকসূরা হাশেম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো. রেজাউল কবীর এবং পরীক্ষা নিয়ন্ত্রক নসরত আফজা চৌধুরী। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ।
আলোচনা শেষে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ তাওহিদ আহমদ। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




