দক্ষিণ সুরমায় ব্যারিস্টার এম এ সালাম ও বিবি ট্রাস্টের ফ্রি চক্ষুসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৮:০৭:১৯ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ও বিবি ট্রাস্টের উদ্যোগে দুই সহস্রাধিক মানুষকে ফ্রি চক্ষুসেবা প্রদান করা হয়েছে। ১৮ অক্টোবর শনিবার দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন এলাকা থেকে আগত চক্ষু রোগীদের চোখ পরীক্ষা করে ফ্রি ওষুধ ও চশমা প্রদান করা হয়। একইসাথে ছানিপড়া রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। এরকম মানবিক উদ্যোগে সাড়া দিয়ে এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে রোগীদের পাশে ছিলেন। তারা মহতি এই কাজের জন্য বিবি ট্রাস্ট ও ব্যারিস্টার এম এ সালামকে ধন্যবাদ জানান। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে আগত রোগীদের চক্ষু সেবা প্রদান করা হয়।
সকাল ১১ টায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে উপস্থিত হয়ে এলাকাবাসী ও আগত রোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার এম এ সালাম বলেন, চক্ষু রোগীদের সেবা প্রদান একটি মহান কাজ। কারণ এটি মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সাহায্য করে। একজন চক্ষু বিশেষজ্ঞ বা সেবাকর্মী চোখের রোগ নির্ণয়, চিকিৎসা, অস্ত্রোপচার এবং চশমা বা কন্টাক্ট লেন্স দেওয়ার মাধ্যমে রোগীদের জীবনকে আলোকিত করতে পারেন। এই সেবা প্রদানের মাধ্যমে একজন ব্যক্তি অন্ধত্ব থেকে মুক্তি পেতে পারে এবং সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, জেলা বিএনপি নেতা এম এ শহীদ পংকি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান, জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল, সহকারী প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও পেশাজীবিগণ।-বিজ্ঞপ্তি




