জৈন্তাপুরের চারিকাটা সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ৯:১৩:১৩ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা সীমান্তে কানাইঘাট উপজেলাধীন সুরাইঘাট (বিজিবি)’র গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে নয়াখেল উত্তর গ্রামের হান্দিরমুখ জামে মসজিদ সংলগ্ন স্থানে এই গুলির ঘটনা ঘটে।
নিহত যুবক আলমাস উদ্দিন (২২) তিনি চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
জানা গেছে, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অধীনস্থ কানাইঘাট উপজেলাধীন সুরাইঘাট বিওপির (বিজিবি)’র একটি টহলদল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল উত্তর-ভিত্তিখেল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে সুপারি বহনকারি পণ্যবাহী একটি পিকআপ গাড়ি আটক করতে গিয়ে গুলি চালান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এসময় পথচারী কৃষক আলমাস উদ্দিন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্বার করে জৈন্তাপুর সরকারি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতলে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন অংশে গুলির চিহৃ থাকায় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তিনি মারা যান।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করে।
এই ঘটনায় ১৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তি’তে জানিয়েছে, চোরাচালান বিরোধী অভিযান চলাকালীন বিজিবির টহলদল একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করে। এসময় অজ্ঞাতনামা একদল সশস্ত্র চোরাকারবারী দেশীয় অস্ত্র, লাঠি সহ টহলদলের উপর আকস্মিকভাবে হামলা চালায় এবং আটককৃত মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আক্রমণ থেকে সরকারি সম্পদ (অস্ত্র,গোলাবারুদ) ও টহলদলের সদস্যদের জান-মাল রক্ষার্থে, বিজিবি সদস্যগণ নিরুপায় হয়ে ৪-৫ রাউন্ড ফাঁকা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের আক্রমণে একজন বিজিবি সদস্য মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বিজ্ঞপ্তিতে ১৯ বিজিবি, তাদের গুলিতে এক যুবক নিহত হওয়ার বিষয়’টি এড়িয়ে যান।
তবে ১৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল জুবায়ের আহমদ তিনি স্বীকার করেছেন, গুলিতে একজন নিহত হয়েছেন। মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তি চোরাকারবারি বলে তিনি দাবী করেন এবং চোরাই পণ্যবাহী ট্রাকের সাথে ছিলেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্ত করতে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, নিহতের দেহে তিনটি বুলেট আঘাতের চিহ্ন শনাক্ত করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে ময়না তদন্তের জন্য প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে। এই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করতে গেছেন।
এদিকে এই ঘটনার বিষয়ে সঠিক তদন্ত করতে জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম সহ অনেকই প্রশাসনের প্রতি অনুরোধ জানান।




