বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট জেলার কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ১০:৫৭:৫২ অপরাহ্ন
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটিকে অনুমোদন প্রদান করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব এডভোকেট মোর্শেদা বেগম লিপি।
সিলেট বারের প্রবীণ আইনজীবী এডভোকেট আতিকুর রহমানকে সভাপতি ও সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে গঠিত জেলা কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. সোলায়মান কবির ও সিনিয়র এডভোকেট আলী হায়দার, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক ফয়সাল আহমদ বাবলু, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ খান, প্রচার সম্পাদক আব্দুল বাছিত মিলন, অর্থ সম্পাদক সাংবাদিক শেখ আব্দুল মজিদ, নির্বাহী সদস্যগণ হলেন প্রবীন আইনজীবী আব্দুল মান্নান, শাহীন আহমদ খান, সাবেক কাউন্সিলর জামাল আহমদ, এম ওয়াদুল ইসলাম, শিক্ষক মো. বোরহান উদ্দিন, আনসার উদ্দিন সাইফ, ফারহানা শাহীন খান, সাংবাদিক এনামুল হক রেনু ও এস এম জহুরুল ইসলাম। বিজ্ঞপ্তি




