দক্ষিণ সুরমায় সিএনজি অটোরিক্সা থেকে মহিলার স্বর্ণ ও টাকা চুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৪:০৮:০০ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার চন্ডিপুলে ফুলকলির সামনে সিএনজি অটোরিক্সা থেকে একজন মহিলার দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, নগদ ১৫০০ টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার বিকাল ৩ টায় তেতলী ইউনিয়নের আহমদপুর তার পিতার বাড়ি থেকে ভাই সারোয়ারকে সঙ্গে নিয়ে একটি অটোরিক্সা যোগে স্বামীর বাড়ি মুছারগাঁও আসছিলেন। পথে চন্ডিপুল ফুলকলির সামনে গাড়িটি থামিয়ে তার ভাই সারোয়ার ও চালক কেনাকাটার জন্য ফুলকলিতে ঢুকেন ঐ সময় তাহমিনা গাড়িতে বসা অবস্থায় সিটের পাশে তার ভ্যানেটিব্যাগ রেখে শিশু সন্তানকে কোলে নিয়ে বসে ছিলেন। এ সুযোগে চোর তার ভ্যানেটিব্যাগটি চুরি করে নিয়ে যায়। ব্যাগে থাকা দেড় ভরি ওজনের গলার স্বর্ণের চেইন, নগদ ১৫০০ টাকা ও একটি মোবাইল ছিল। পরে তাহমিনা দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঐ দিন রাতে রেলগেইট এলাকায় তার মোবাইল পাওয়া গেলেও স্বর্ণ টাকা পাওয়া যায়নি।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি মহিলার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।




