কিছু উপদেষ্টার অস্বাভাবিক আচরণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে- হুমায়ুন কবির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৯:২১:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, কিছু শংকা কাজ করছে। আমরা দেখি কিছু রাজনৈতিক দলের হস্তক্ষেপ এবং উপদেষ্টার অস্বাভাবিক আচরণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তো এগুলো মানুষকে আতঙ্কিত করে। আমাদের দলের প্রতিনিধি দল তো কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে এবং বলেছেন লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য। এটা পরিষ্কারভাবে বলে আসছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) হযরত শাহ জালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা নির্বাচনের জন সবসময় প্রস্তুত। আমরা আশাবাদী মানুষের ম্যান্ডেট নিয়ে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে ভোট হবে এবং ধানের শীষ বিজয়ী হবে। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নিবে। পিআর, গণভোট নিয়ে জনগণ চিন্তা করছে না। জনগণ চিন্তা করছে এতবছর পর আমার ভোটের অধিকার আমি ফিরে পেয়েছি। তারা আগ্রহ নিয়ে বসে আছে ভোট দেওয়ার জন্য।
হুমায়ুন কবীর বলেন, আমি নিবার্চন করা আর না করা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো সুসংগঠিত দল ইনশাআল্লাহ আমরা উপহার দিবো। সিলেটের সবকয়টি আসনে যোগ্য একাধিক প্রার্থী আছেন, যাদেরকেই দিবো, আমরা ঐক্যবদ্ধ এবং বিশালভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা জয়ী হবো।
মাজার জিয়ারতকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে গত বুধবার দলের যুগ্ম মহাসচিব করা হয়। এখন থেকে তিনি দলের আন্তর্জাতিক বিষয়কগুলো দেখভাল করবেন বলে জানা গেছে।




