নবীগঞ্জে সর্পদংশনে কৃষকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ১০:১৮:২৬ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের জমিতে কাজ করার সময় দিলওয়ার হোসেন (৩০) নামে এক যুবক বিষাক্ত সাপের দংশনে প্রাণ হারিয়েছেন। আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে করগাঁও ইউনিয়নের জন্তরী হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সে করগাঁও গ্রামের মজমদর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিলওয়ার হোসেন পেশায় মিশুক চালক হলেও অবসরে নিজ জমিতে কৃষিকাজ করতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো জমিতে কাজ করতে যান। এ সময় হঠাৎ এক বিষাক্ত সাপ তাকে দংশন করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
দিলওয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই যুবকের মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন।




