বিএনপি নেতা আব্দুস শহীদ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৯:০৪:৫০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি প্রয়াত আব্দুস শহীদ চৌধুরীর ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে দিরাই জামেয়া হাফিজিয়া মাদ্রাসার কনফারেন্স হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রয়াত আব্দুস শহীদ চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা,সুনামগঞ্জ-২(দিরাই শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত,আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল,দিরাই উপজেলা বিএনপির সদস্য সুয়েব হাসান মাষ্টার,দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক মহি উদ্দিন মিলাদসহ উপজেলা, পৌর বিএনপিরও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দোয়া পরিচালনা করেন জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।
দোয়া মাহফিলে জামেয়ার শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ গ্রহণ করেন। এসময় অ্যাডভোকেট পাবেল চৌধুরী তার পিতা আব্দুস শহীদ চৌধুরীর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, আমার বাবা আজীবন রাজনীতি করে গেছেন, সবসময় এলাকার গরীব অসহায় মানুষের সেবা করার চেষ্টা করেছেন।এই মাদ্রাসা ও মসজিদ নির্মানেও ভূমিকা রেখেছেন। আমি যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার চেষ্টা করবো। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেক হায়াত ও সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।




