হারিকেন, কুপিবাতি, মোমবাতি নিয়ে বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে ২০ মিনিট অবস্থান কর্মসূচী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৮:২৬:০২ অপরাহ্ন
সিলেটে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন, কুপিবাতি, মোমবাতি নিয়ে ২০ মিনিট অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টা থেকে ৬ টা ২০ মিনিট পর্যন্ত সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের অন্যতম অভিভাবক যোদ্ধা মো. আব্দুস শহীদ খান, সিকস’র উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল, সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী প্রমুখ।




