ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৩:১৪:৫৩ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা আপন চাচাতো ভাই-বোন। তারা হলো- রায়পুর গ্রামের আলাল মিয়ার ছেলে সাকিন মিয়া (৩) ও সাদিকুল মিয়ার মেয়ে নওশীন (৫)। গত বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল পৌনে তিনটার দিকে দুই শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে বাড়ির সামনে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বিকেল চারটার দিকে ডোবা থেকে সাকিনের এবং সন্ধ্যা ছয়টার দিকে নওশীনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মিয়া বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, দুই শিশু আপন চাচাতো ভাই-বোন। তাদের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দু শিশুর লাশ দাফন করা হয়েছে বলে জানান তিনি।




