গোয়াইনঘাটে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৪:৪৭:০০ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : “আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব ” স্লোগান সামনে রেখে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১শে অক্টোবর) সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সিলেট জেলা পূর্বাধীন গোয়াইনঘাট উপজেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা শাখার গোয়াইনঘাট সরকারী কলেজ, ফতেহপুর হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়সহ মোট ৩ টি কেন্দ্রে চতুৰ্থ শ্ৰেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১৩৬২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরীক্ষা নির্বিঘ্নে ও শান্ত শিষ্টভাবে অনুষ্ঠিত হয়ছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট সরকারী কলেজ সেন্টারের হল সুপার নজরুল ইসলাম।
পরীক্ষার হল পরিদর্শ করেন ফোরামের জেলার সহকারী পৃষ্ঠপোষক আহবাব হোসেন মুরাদ, গোয়াইনঘাট উপজেলার উপদেষ্টা মাষ্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, বারহাল ফাজিল মাদ্রাসার প্রভাষক ফয়েজ আহমদ, গোয়াইনঘাট উপজেলার পৃষ্ঠপোষক তারেক আহমদ, সাবেক পৃষ্ঠপোষক আমির উদ্দিন, গোয়াইনঘাট সরকারী কলেজের পৃষ্ঠপোষক মুজাহিদুল ইসলাম আজম, তোফাজ্জল হোসেন সিরাজী, সুফিয়ান আহমদ প্রমুখ।
অনুষ্ঠিত পরীক্ষায় সন্তুষ্টি প্রকাশ করেন অভিভাবকবৃন্দ। অভিভাবক প্রতিনিধি শামছুল ইসলাম বলেন, পরীক্ষাটি অত্যন্ত সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের ঝামেলা ছাড়াই বেসরকারী পৃষ্ঠপোষকতায় এরকম আয়োজনে আমরা আনন্দিত। আমরা কিশোরকণ্ঠের উত্তর উত্তর সাফল্য কামনা করি।
উল্লেখ্য যে, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা বাংলাদেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা পূর্বের অধীনে বিভিন্ন উপজেলায় ১০ হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন এই পরীক্ষায়। এতে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ বৃত্তি সহ তিনটি ক্যাটাগরিতে ফলাফল ও পুরষ্কার প্রদান করা হবে।




