কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর হাওরে মিলল কৃষকের মরদেহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৬:১৪:৪৭ অপরাহ্ন
নিখোঁজের একদিন পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কৃষক হানিফ মিয়ার মরদেহ হাওরে পাওয়া গেছে। শুক্রবার সকাল ৮ টায় উপজেলার রাউটি বিল হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হানিফ মিয়া উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চানপুর খেয়াঘাট গ্রামের মন্তাজ আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টায় হানিফ মিয়া গরু নিয়ে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে রাউটি বিলের কাড়ার পাড়ে যান। সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত তিনি বাড়িতে ফিরেন নি। পরে সন্ধ্যায় তার স্ত্রী বিলের কাড়ার পাড়ে গিয়ে তার স্বামীকে না পেয়ে গরু নিয়ে আসেন। এরপর বিষয়টি গ্রামবাসীকে তার স্ত্রী জানালে তারা মসজিদের মাইকে নিখোঁজের বিষয়টি প্রচার করেন। রাতভর হানিফ মিয়াকে খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে স্থানীয়রা বিলে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।




