ফেঞ্চুগঞ্জে গণমিছিলে ব্যারিস্টার এম এ সালাম
তারেক রহমানকে নিয়ে আত্মনির্ভরশীল দেশ গড়ার স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ১২:৪৭:০১ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিলেট -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি সুখি ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এদেশের তরুণ প্রজন্ম।
তিনি বলেন, দেশে কীভাবে লাখ লাখ বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করা যায়, দেশকে এবং দেশের মানুষকে কীভাবে নিরাপদ ও ভাল রাখা যায়, তা নিয়ে সবসময় কাজ করে যাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ব্যারিস্টার সালাম শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে আয়োজিত গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সালাম বলেন, বিএনপির শাসনামলে দেশে শিক্ষা, চিকিৎসাসহ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছিল। আর আওয়ামী লীগের আমলে তারা বড় বড় মেগা প্রকল্পের নামে বড় বড় দুর্নীতি করে দেশকে লুটেপুটে খেয়েছে। যার প্রেক্ষিতে দেশের মানুষ আজ আবার বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তিনি সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ এবং নারী ভোটারদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তছলিম আহমদ নেহারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-মারুফ শাহজাহানের সঞ্চালনায় আয়োজিত গণসমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, সহ সাধারণ সম্পাদক খালেদুজামান খালেদ, সহ সাংগঠনিক সম্পাদক রাজেল আহমদ, ২নং মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রেদওয়ানুল করিম চৌধুরী, ৫নং উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, ১নং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক আহমদ খান, ৩নং ঘীলাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মকসুদ চৌধুরী, সিলেট জেলা যুবদলের ১ম যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ, -ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলাদলের সভানেত্রী ফেরদৌস ইকবাল, জেলা জাসাস নেতা মাসুদুল ইসলাম চৌধুরী রুপন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান সামি, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাজিম আহমদ খান, সদস্য সচিব সাঈফ আহমদ প্রমুখ।
এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ৩১ দফার এই কর্মসূচী ঐতিহাসিক গণমিছিলে রুপ নেয়। পরে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল গণমিছিল বের করেন ব্যারিস্টার সালাম। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচী সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যারিস্টার এম এ সালাম।-বিজ্ঞপ্তি




