বিপুল উৎসাহ উদ্দীপনায় কোছাপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৭:৫৭:৪৮ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ‘কোছাপ মেধাবৃত্তি- ২০২৫’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কোম্পানীগঞ্জ উপজেলার থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন চতুর্থ ও সপ্তম শ্রেণির ২৪১ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৪র্থ শ্রেণির ১৫৪ জন ও ৭ম শ্রেণির ৮৭ জন।
বিপুল উৎসাহ উদ্দীপনায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেন। কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় কোছাপ মেধাবৃত্তি-২০২৫ এ পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দ্বায়িত্ব পালন করেন ভাটরাই উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কোছাপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন মো. জিয়াউর রহমান মিজান।
কোছাপ মেধাবৃত্তি-২০২৫ এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কোছাপের সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর রায়, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহসভাপতি আবিদুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল জলিল, সাংবাদিক সোহরাব আহমদ, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার উপজেলা শাখার সাবেক সভাপতি হাফিজ নূর হোসেন ও বর্তমান সভাপতি শরীফ আহমেদ মাহদী, সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন, হযরত শাহজালাল (র.) হিফজুল ক্বোরআন ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাও: মো. আব্দুল কাদির, ছাত্রদলের এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ শাখার সভাপতি আল আমিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কোছাপের প্রচার সম্পাদক লবীব আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক শাহীন আলম, দপ্তর সম্পাদক মইনুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ জাফর রানা, সিনিয়র সদস্য ডা. আব্দুল আউয়াল, সদস্য ফারুক আহমদ, শাখা কমিটির জুয়েল আহমদ, হাফিজ সুলেমান আহমদ, নুর আহমদ, ওমর ফারুক হামীম, মো. জুয়েল, জমির, ইলিয়াস আহমদ, শিপু, নিবিড়, আশরাফুল, ইমন প্রমুখ।
কোছাপ মেধাবৃত্তি-২০২৫ এ অংশগ্রহণকারী কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তনিমা আলীম বর্ষা বলেন, আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা ভালো হয়েছে। পুরো মার্কস আনসার করেছি। আশা করি ট্যালেন্টপুল বৃত্তি পাবো। পরীক্ষার হলে স্যারদের ব্যবহার ভালো ছিল।
কোছাপ মেধাবৃত্তি-২০২৫ এ অংশগ্রহণকারীদের অভিভাবকরা জানান, কোছাপের মেধাবৃত্তি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এরকম প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পায় ও পড়ালেখায় আগ্রহী থাকে।
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ ও মারজান উদ্দিন জানান, ১৯৮৫ সালে প্রতিষ্ঠা লাভ করার পর থেকেই এই বৃত্তি পরীক্ষা চালু রয়েছে। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। তাদের সহযোগিতা ও কল্যাণের লক্ষ্য আমাদের কার্যক্রম চলমান থাকবে। যারা এই বৃত্তি পরীক্ষা আয়োজনে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। সকলের অংশগ্রহণেই সুষ্ঠু ও সুন্দরভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
কোছাপ মেধাবৃত্তি-২০২৫ এ পরীক্ষা নিয়ন্ত্রক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার) বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কোছাপ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই বৃত্তি পরীক্ষা আয়োজনের মধ্যে দিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সুযোগ করে দিয়েছে। এটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তুমুল সাড়া জাগিয়েছে। আশা করি পূর্বের ন্যায় এর দ্বারা অব্যাহত রাখবে কোছাপ।
১৯৮৫ সালের ১৮ই জানুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করার লক্ষ্যে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকেই কোছাপ মেধাবৃত্তি চালু রয়েছে।



