গোয়াইনঘাটে মাদ্রাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে শিক্ষার্থী গুরুতর আহত, থানায় মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫৪:০৯ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাদরাসার এক শিক্ষকের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ শিক্ষার্থীর পিতা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের গুলজারুল উলুম রাধানগর মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ফাহিম আহমদ (৯)। প্রতিদিনের ন্যায় সে গত ২৯ অক্টোবর মাদ্রাসায় যায়। ক্লাস চলাকালীন সময়ে পড়া মুখস্থ না করে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার শিক্ষক মাওলানা আলিম উদ্দিন (স্থানীয়ভাবে ‘সিটিংবাড়ীর হুজুর’ নামে পরিচিত) প্লাস্টিকের পাইপ দিয়ে ফাহিমকে বেধড়ক মারধর করেন। এতে শিশুটির এক চোখসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে ঐ শিশু শিক্ষার্থীকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত শিক্ষার্থী ফাহিম আহমদের (৯) পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত রোববার (২ নভেম্বর) গোয়াইনঘাট থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
এবিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হান্নান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।




