সিলেটে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে র্যালি-সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৫:০৭:৩৫ অপরাহ্ন
সিলেটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৫ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার সকাল ১০টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেজিস্ট্রারি মাঠে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রকৌশলী সমাবেশের সমাপ্তি ঘটে।
সমাবেশে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দীন আহমেদ, সহ-সভাপতি জনাব আব্দুস ছোবহান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কারিগরী ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের সিলেট জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর, যুগ্ম আহবাহক ও সিলেট পলিটেকনিকের শিক্ষক প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন, অর্থ সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান জাকারিয়া, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী সুহেল, চাকরি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন আকন্দ, শাবিপ্রবির সহকারী প্রকৌশলী মো. রফিক উল্লাহ, পিডবিøউডি এর সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছালাম, সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আশফাকুল আলম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাবেদ আহমদ, জেলা শাখার কাউন্সিলর মো. সালাহ উদ্দিন আহমেদ, মোঃ সাইদুর রহমান, মো. আতিকুর রহমান, প্রিন্সিপাল মো. মিরাজ আহমেদ, মো. জাবেদ আলম, মো. ফরিদ আহমদ, মো. আব্দুল আহাদ, রমাপদ দাশ, আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও র্যালি ও সমাবেশে জেলার নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক অগ্রযাত্রায় প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ জনশক্তি তৈরি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার স¤প্রসারণ এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, আইডিইবি সবসময় জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ড অগ্রণী ভূমিকা রেখে আসছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। বক্তারা বলেন, প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে হবে। বিজ্ঞপ্তি




