সিলেটের যুবদল নেতা রনি হত্যার মূল পরিকল্পনাকারী ইমা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৬:০২:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জে যুবদল নেতা রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমা (২৭) কে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৯, সিলেট ও র্যাব-২, ঢাকা-এর যৌথ অভিযানে সোমবার রাতে ঢাকার বংশাল থানাধীন ৬৩/৭১ নাজিমুদ্দিন রোডের নবাব গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমা সিলেট জেলার বিয়ানীবাজার থানার ঢেউনগর গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম জসিম উদ্দিন রনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে গত ১০ আগস্ট রাতে পূর্বপরিকল্পিতভাবে রনিকে হত্যা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার দিন রাত ১টার দিকে রনি মোটরসাইকেলে বসে মোবাইল ব্যবহার করছিলেন। সেই সময় আসামিরা এবং তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে রনির ওপর হামলা চালায়। তাকে মোটরসাইকেল থেকে ফেলে গলা চেপে ধরে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত ইমাকে গ্রেফতারের পর র্যাব তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিএমপি’র বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে।




