মইয়ারচর থেকে দুটি রেজিস্ট্রেশনবিহীন অটোরিক্সাসহ ৩ চোরাকারবারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ২:৩৩:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জালালাবাদ থানা পুলিশের অভিযানে ২০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সাসহ ৩ চোরাকারবারীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে থানা এলাকার মইয়ারচরের এক পরিত্যক্ত স্থানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হচ্ছে- রিমন আহমদ (১৮), জফুর আলী (৪৫) ও মো. রুহল আমিন (৫২)।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে জালালাবাদ থানা পুলিশের একটি দল মইয়ারচর সাকিনস্থ জনৈক মো: মসরব আলীর পরিত্যক্ত জায়গার সামনে অভিযান পরিচালনা করে পাকা রাস্তার উপর পর্দা দিয়ে ঢেকে রাখা ভারতীয় পেঁয়াজ ভর্তি দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি থামান। এসময় এসব গাড়ি থেকে ২০ বস্তায় ভারতীয় অবৈধ মোট ৯০০ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয় এবং রেজিস্ট্রেশনবিহীন দুটি সিএনজি অটোরিক্সাকে আটক করা হয়। উদ্ধারকৃত পেঁয়াজের আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা, যা তালিকা মূলে জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।




