গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার সংগঠক আব্দুল আলীকে সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৪:৪৭:২৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:: যুক্তরাজ্য কমিউনিটি এক্টিভিস্ট ও মানবাধিকার কর্মী গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউ’কের কোষাধ্যক্ষ মু.আব্দুল আলীকে গোলাপগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের একটি আভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
গোলাপগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও সাংবাদিক ও সমাজকর্মী দেলওয়ার হোসেন মান্নার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল মজিদ আলম। এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বাংলাদেশ স্কাউট সিলেট জেলার সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, শ্রমিক নেতা আব্দুস সত্তার মুন্না, প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ শাহীন, ব্যাংক কর্মকর্তা ইসমাইল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ স্টুডেন্ট’স ফোরামের সভাপতি মাহফুজ খান, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, রাফিয়ান আহমদ চৌধুরী, মনসুর আলম।
এসময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদ মোকাবেলায় লন্ডন সব’কটি আন্দোলনে মু. আব্দুল আলী বড় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বিগত দিনে দেশের যেকোনো ক্রান্তিকালে গোলাপগঞ্জের উন্নয়নে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আর্তমানবতার সেবায় সম্মুখ সারির হয়ে কাজ করে গেছেন।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সংবর্ধিত অতিথি মু. আব্দুল আলী তার বক্তব্যে বলেন, জন্মভূমি, নাড়ির টান কখনো ভোলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেলো। দেশের উন্নয়নে সংগঠনের যেকোনো সামাজিক কর্মকাণ্ডে আমার সক্রিয়তা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সাংবাদিক ফাহিম আহমদ, মুহাম্মদ আব্দুল্লাহ, দেলওয়ার হোসেন মাহমুদ, গোলাপগঞ্জ স্টুডেন্ট’স সেক্রেটারি সায়েক আহমদ চৌধুরী, স্টুডেন্ট’স ফোরাম সদস্য সালমান আহমদ, মাজহারুল ইসলাম, রিফাত আহমদ,
সাবেক ছাত্রনেতা মাহিন আহমদ, সমসেগীর আহমেদ , মশাইদ আহমদ ইমন প্রমুখ।




