গোয়াইনঘাটে কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৬:৪৪:১৮ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার ৬ টি কেন্দ্রে ১৫শত ৩ জন শিক্ষার্থীর অংশগ্রহণে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বেলা ১২ টার দিকে গোয়াইনঘাটের ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও রতন কুমার অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে সকাল ১১টায় আলীরগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সাংবাদিক মনজুর আহমদ, প্রধান শিক্ষক সালেহ আহমেদ, ইউপি সদস্য এবাদুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল গনি, শিক্ষানুরাগী মনির উদ্দিন, হেলাল উদ্দিন, লোকমান আহমদ, হাবিব উল্লাহ বাহার, মোশাররফ হোসেন, এবাদ ও হাদি প্রমুখ। শান্তি-শৃঙ্খলা ও আনন্দমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান গোয়াইনঘাট কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ কোমল উদ্দিন।




