সুনামগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খানের মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৭:৪০:৫৮ অপরাহ্ন
সিলেটে অবস্থানরত সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান জনশক্তিদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-১ আসনের এমপি পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ হযরত মাওলানা তোফায়েল আহমদ খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বাদ মাগরিব সিলেট শহরে একটি অভিজাত রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় এমসি কলেজ শিবিরের সেক্রেটারি অলিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি ও সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি ছাত্রনেতা মনিরুজ্জামান পিয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার কৃতী সন্তান সাবেক ছাত্রনেতা প্রভাষক মো. দিলশাদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও সিলেট ইবনে সিনা হাসপাতালের কর্পোরেট ম্যানেজার কামরুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলা ও ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। তার মূল কারণ হচ্ছে- দেশের আপামর জনগোষ্ঠী রাজনীতিতে পরিবর্তন আনতে চায়।
দেশের জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে অবশ্যই আল্লাহর দেওয়া নিয়ামত যথাযথভাবে কাজে লাগাতে হবে। আমরা যদি নিজ উদ্যোগে জনগণের কাছে আমাদের দাওয়াত এবং আমাদের কর্মপদ্ধতির সচিত্র তুলে ধরতে পারি এবং বর্তমান দেশের প্রেক্ষাপট জনগণের সামনে তুলে ধরতে পারি, তাহলে দেখবেন জনগণ আমাদেরকে রিসিভ করবে। তাই সবাইকে যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে ভোট কালেকশন করার জন্য। আমাদের আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মীদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। বিগত ৫৪ বছর আমরা ঘুরে ফিরে সব দলকে দেখেছি, এইবার আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আমাদের মুল্যবান রায় তুলে দিতে চাই। এই আহবান যদি আমরা সঠিকভাবে আমাদের জনপদের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমাদের বিশ্বাস দেশের জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নিরব ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ।
ছাত্রশিবিরের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজ শিবিরের সেক্রেটারি ফাহমিদ আল মাহদি, সিলেট পলিটেকনিক ইনিস্টিউটের সেক্রেটারি হাফিজুর রহমান সহ আরো অনেকে।




