কিডস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫
‘সুস্থ দেহ ও প্রফুল্ল মন মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩৫:০০ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী বলেছেন, খেলাধুলা যেমন দেহকে সুস্থ রাখে তেমনি মনকে করে প্রফুল্ল। সুস্থ দেহ ও প্রফুল্ল মন মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করে। কিশোর-তরুণদের সুস্থতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। গতকাল শনিবার কিডস ক্রিকেট টুনার্মেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব এবং রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির সার্বিক সহযোগিতায় খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজউদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য আব্দুল হাই। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বিস্তারের অগ্রদূত, শিল্প-সংস্কৃতির পৃষ্টপোষক, ক্রীড়া সংগঠক ও পৃষ্টপোষক দানবীর ড. রাগীব আলী বলেন, খেলাধুলা সহশিক্ষা কার্যক্রমের অংশ। খেলাধুলা শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও লক্ষ্য অর্জনে দৃঢ়তা ও যৌথভাবে কাজ করার শিক্ষা দেয়। যা জ্ঞান লাভের পাশাপাশি ব্যক্তি ও কর্মজীবনে সহযোগিতা করে।
তিনি বলেন, খেলাধুলা তরুণদের অসামাজিক কাজ থেকে দূরে রেখে তাদের সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনে সহায়তা করে। ফাইনাল খেলায় আজমাইন ইলেভেন বনাম রাইজ স্টার ইলেভেন পরস্পরের মুখোমুখি হয়। খেলায় আজমাইন ইলেভেন প্রথমে ব্যাট করে ১৭৭ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে ১৫৯ রানে অলআউট হয় রাইজ স্টার ইলেভেন। আজমাইন ইলেভেন ১৮ রানে জয় লাভ করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শান্ত, সেরা ব্যাটসম্যান সোহেল মিয়া ও সেরা বোলার নির্বাচিত হন সৈয়দ আজমাইন আব্দুল হাই। ৬০ রান ও ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে টুনার্মেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সৈয়দ আজমাইন আব্দুল হাই। খেলা পরিচালনা করেন প্লাবন খান। ধারাভাষ্যে ছিলেন শাহ বিল্লাহ খান।




