সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালের অ্যাম্বুলেন্স ও কুমারগাঁওয়ে বাসে দুর্বৃত্তদের আগুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৮:২৪:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে মধ্যরাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে। শামসুদ্দিন হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুইটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি ৩টা ৪৮ মিনিটের সময় অফিসে ফিরে আসে।
অন্যদিকে, রাত তিনটার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে। এই ইউনিটগুলোর দায়িত্বে ছিলেন ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া। তিনি বলেন, শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে। কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যাক্ত ছিল। আমরা বাসের গেইটের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘যারাই বিশৃঙ্খলা ও সিলেটকে অস্থিতিশীল করার চেষ্টা করবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। আমরা মাঠে কঠোরভাবে কাজ করছি।’
গত শনিবার রাতের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্বৃত্তদের গ্রেপ্তারের অভিযান চলছে। আমরা আশা করছি শিগগিরই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারব।’




