প্রিমিয়াম’র ১৫ লাখ টাকা আত্মসাৎ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক এজিএম গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৫:০৭:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গ্রাহকদের প্রিমিয়াম’র ১৫ লাখ টাকা আত্মসাতের মামলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক এজিএমকে (উন্নয়ন) গ্রেফতার করেছে পুলিশ। সিলেট সদর কতোয়ালি থানা পুলিশের একটি দল গতকাল সোমবার বেলা আড়াইটায় জিন্দাবাজারস্থ কাকলি শপিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নাছিরনগর এলাকাধীন আলমখালী গ্রামের সরুজ মিয়ার পুত্র। তিনি বর্তমানে কাকলি শপিং সেন্টারস্থ আল ফালাহ ট্যুরিজমের ব্যবসায়ী।
আলবারাকাহ ইসলামী বীমা ও একক বীমা প্রকল্প পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার (উন্নয়ন) শরীফ সালেকিনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। যা’ সিলেট সদর কতোয়ালী থানার মামলা নং-৭৭/৫৮১ (২৯.১১.২০১৫)। গ্রেফতারের পর ওই দিনই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, দেলোয়ার হোসেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর এজিএম (উন্নয়ন) পদে থাকাবস্থায় ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে কোম্পানির মাঠপর্যায়ের গ্রাহকদের প্রিমিয়াম নগদে গ্রহণ করে ১৪ লাখ ৬১ হাজার ৮৬৫ টাকা আত্মসাত করেন। এ টাকা ফেরত দেওয়ার জন্য তাকে বারবার নোটিশ দিলেও তিনি তা আমলে নেননি। উপরন্তু কোম্পানি কর্তৃপক্ষকে হামলা-মামলা ও হত্যার হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে তাকে চাকরিচ্যুত করা হয়। পরে গত ২৯ নভেম্বর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
সিলেট সদর কতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আতিক উজ জামান জুনেল মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।



