ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকদের আরো মানবিক হয়ে রোগীদের সেবা দিতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৮:৪৭ অপরাহ্ন

ডা: এস.এম. আসাদুজ্জামান জুয়েল : আরো মানবিক হয়ে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি।
গতকাল বুধবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দুদিনের সফরে মন্ত্রী গতকাল দুপুরে সিলেটে আসেন। সফরের প্রথমদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ওসমানী মেডিকেল কলেজের বিভিন্ন কর্মসূচিতে যোগদেন মন্ত্রী।
সেখানে আয়োজিত মতবিনিময়ে মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার কেবল জনবান্ধবই নয়, স্বাস্থ্যবান্ধবও। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও শেখ হাসিনার সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। করোনাকালে বিনামূল্যে কোভিডের টিকা প্রদান সরকারের একটি বড় সাফল্য উল্লেখ করে তিনি বলেন, সম্মুখ সারির যোদ্ধা হিসেবে চিকিৎসকরাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দুপুর আড়াইটায় মন্ত্রী হাসপাতালের নবনির্মিত ১০ তলা ভবনের নীচতলায় পৌঁছালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভুঁইয়া তাঁকে স্বাগত জানান।
পরে মন্ত্রী পর্যায়ক্রমে আউটডোর ভবনের ৫ম তলায় মেডিসিন ওয়ার্ড সমূহসহ অন্যান্য স্থাপনা উদ্বোধন করেন। এর মধ্যে হৃদরোগীদের জন্য সিলেটে প্রথমবার ‘হার্টফেইলিওর কেয়ার কর্নার’-এর উদ্বোধনও অন্যতম। এরপর মেডিসিন বিভাগের পুরুষ ও মহিলা ওয়ার্ড পরিদর্শন শেষে জাইকার অর্থায়নে নির্মিত ডায়ালাইসিস ও ইমেজিং প্রকল্প সম্পর্কে অবহিত হন। বিকাল পৌনে চারটায় মন্ত্রী হাসপাতালের পুরাতন ভবনের নীচতলার ‘শেখ রাসেল স্কানু’ পরিদর্শন ও ১৬নং ওয়ার্ডে ১০ শয্যাবিশিষ্ট ‘শিশু হৃদরোগ ওয়ার্ড’ উদ্বোধন করেন। পরে তিনি হাসপাতালের পুরাতন ভবন সংলগ্ন ১৫ তলা বিশিষ্ট নির্মাণাধীন ‘ক্যান্সার, কার্ডিয়াক ও কিড্নী সেন্টার’ ভবন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
বিকেল সাড়ে ৪ টায় মন্ত্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজ কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা: আবুল বাশার মো: খুরশীদ আলম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ, ওসমানী মেডিকেল এর অধ্যক্ষ (প্রাক্তন) অধ্যাপক ডা: মো: ময়নুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হাসপাতাল পরিচালক, বিভাগীয় ইউনিট প্রধানগণ, বি.এম.এ-র সভাপতি ও সাধারণ সম্পাদক, স্বাচিপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), উপপরিচালক, সিভিল সার্জন, নির্বাহী পরিচালক সহ কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মন্ত্রী সিলেট বিভাগের স্বাস্থ্যসেবায় নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। রাত ৮টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।