দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১১ জুয়াড়ী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৩, ৫:৫৩:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১১ জন জুয়াড়ী গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার জিঞ্জিরশাহ মাজার, ক্বীন ব্রিজের নিচে এবং চাঁদনীঘাট মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা থানার ভার্থখলার হারুন মিয়ার পুত্র সোহাগ মিয়া (২২), একই থানার চাঁদনীঘাট এলাকার মৃত ময়না মিয়ার পুত্র সালেক মিয়া (৪০), কুষ্টিয়া জেলার মিরপুর থানার নওদা কল্যাণপুর বর্তমানে দক্ষিণ সুরমা থানার কদমতলী মেটাল প্লাস এলাকার মৃত মকছেদ সরদারের পুত্র আমিরুল ইসলাম (৪০), দক্ষিণ সুরমা থানার বাহাপুরের মৃত রইছ আলীর
পুত্র মো: সুজন মিয়া (৪০), সুনামগঞ্জের শাল্লা থানার আনন্দপুর বর্তমানে দক্ষিণ সুরমা থানার মুছারগাঁও সাউথ সুরমা সিএনজি পাম্পের পাশে তাজুল মিয়ার কলোনীর বাসিন্দা মৃত ননি গোপাল রায়ের পুত্র রনরায় (৩৮), সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের বর্তমানে সিলেট নগরীর জেলরোডের মুর্শেদের বাড়ীর বাসিন্দা ইছাক আলীর পুত্র আলম (২৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রফিপুরের রুয়াব আলীর পুত্র খালেদ আহমদ (২৬), একই উপজেলার রফিপুরের ওয়ারিছ আলীর পুত্র রাজন মিয়া (২০), সিলেটের ওসমানীনগর উপজেলার মজিদপুরের মৃত সাজিদ উল্লাহ’র পুত্র আব্দুল কালাম (৪৭), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বর্তমানে শাহপরান (রহ:) থানার বালুচর নিবাসি
মহেশ সূত্রধরের পুত্র সজল সূত্রধর (৩৮) এবং দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার বীরেন্দ্র পালের পুত্র নিখিল পাল (৪৫)। এদেরকে জুয়া খেলার সামগ্রীসহ আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: শামসুদ্দোহা, পিপিএম বিষয়টি নিশ্চিত করেন।