সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ গভর্নিং বডির ৯ম সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৪:৩৭:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ গভর্নিং বডির ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী। সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে ছিলেন পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা) অধ্যাপক ডা. মো. আমীর হোসাইন রাহাত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি উপসচিব (পরিকল্পনা-১ শাখা) মিসেস নাদিরা হায়দার, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. সুনির্মল রায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিস বায়োলজি ও জেনেটিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, উদ্যোক্তা প্রতিনিধি হিসেবে ছিলেন আব্দুল হাই, আব্দুল হান্নান, ডা. সাদিয়া মালিক চৌধুরী এবং ডা. হালিমা খাতুন চৌধুরী।
সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন।
সভায় ৮ম গভর্নিং বডির কার্যবিবরণী অনুমোদন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ ও জানুয়ারি থেকে জুন ২০২৩ সময়ের একাউন্টস অনুমোদন দেয়া হয় এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট পাশ করা হয়।