ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ
আমি আমৃত্যু ফটো সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবো ——–দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৬:০৬:০৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী, দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকম-লীর সভাপতি, সিলেটের প্রথম বেসরকারি বিশ^বিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, ফটো সাংবাদিকরা সমাজের কল্যাণে কাজ করেন। তাই, আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে তাদের সহযোগিতা করা। আমি আমৃত্যু ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির পাশে থাকবো। ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী অফিস প্রদান করেছি। প্রয়োজনে আগামীতে তাদের যেকোন ধরনের সহযোগিতায় এগিয়ে আসব।
গতকাল শনিবার রাতে মালনীছড়া বাংলোতে তাঁর সাথে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথাগুলো বলেন। মানবতার কল্যাণে নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, অসংখ্য স্কুল কলেজ, মসজিদ, মাদরাসার প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, একটি ছবি হাজার শব্দ থেকেও শক্তিশালী। ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলে আনেন। তাদের এই কাজ অনেক সম্মানের ও অতিগুরুত্বপূর্ণ। প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক, গরিব-দুঃখী মানুষের বন্ধু, শিক্ষাবিস্তারে অগ্রদূত দানবীর ড. রাগীব আলী সিলেটের ফটো সাংবাদিকদের সংগঠিত ও ঐক্যবদ্ধ অবস্থানের প্রশংসা করে বলেন, সিলেট অঞ্চলে ফটো সাংবাদিকদের কার্যক্রম আরো গতিশীল করতে হলে মানবসম্পদ উন্নয়ন করতে হবে। সেজন্য ফটো সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও নতুন নতুন ধারণা কৌশল আয়ত্ব করার উপরে গুরুত্ব আরোপ করেন তিনি। এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সদস্য দুলাল হোসেন, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, শেখ আব্দুল মজিদ, শিপন আহমদ, মামুন হোসেন, একরাম হোসেন, আব্দুল খালিক প্রমুখ। এসময় সংগঠনের পক্ষ থেকে দানবীর ড. রাগীব আলী সম্মাননা স্মারক প্রদান করা হয়।