দানবীর ড. রাগীব আলী সভাপতি, মিফতাহ্ সিদ্দিকী সম্পাদক
ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেটের কমিটি পুনর্গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৪, ৩:২১:০৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : সিলেটের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেটের কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেটের পৃষ্ঠপোষক দানবীর ড. রাগীব আলীকে সভাপতি রেখে ৫৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মিফতাহ্ সিদ্দিকী। ক্লাবের আজীবন সভাপতি দানবীর ড. রাগীর আলী এই কমিটির অনুমোদন দেন।
নবরূপে মোহামেডান স্পোর্টিং ক্লাব গত তিন দশক ধরে সিলেটের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। দানবীর ড. রাগীব আলীর সহধর্মিণী মরহুমা রাবেয়া খাতুন চৌধুরী ক্লাবটি প্রতিষ্ঠা করেন এবং ক্লাবের জন্য নগরীর রিকাবীবাজারে জেলা স্টেডিয়াম সংলগ্ন একটি নিজস্ব ভবন নির্মাণ করে দেন।
গত এক যুগেরও বেশি সময় ধরে মোহামেডান ক্লাবের কর্তৃত্ব একটি গোষ্ঠী কুক্ষিগত করে রেখেছিল। ৫ আগস্ট পটপরিবর্তনের পরে সেই গোষ্ঠী পালিয়ে যাওয়ার পর ক্লাবের শুভাকাক্সিক্ষ ও কর্মকর্তারা আবারো দানবীর ড. রাগীব আলীর স্মরণাপন্ন হলে তিনি ক্লাব রক্ষায় এগিয়ে আসেন। সকলের সম্মতিক্রমে ৫৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনে সম্মতি প্রদান করেন দানবীর ড. রাগীব আলী। সিলেট জেলা ক্রীড়া সংস্থা নবগঠিত কমিটি গ্রহণ করে ক্লাবের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহসভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সহসভাপতি আফসর আহমদ, আব্দুল জব্বার জলিল, আব্দুল হাই, আব্দুর রহিম, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, ফখরুল ইসলাম ফারুক, হাজী সিদ্দিকুর রহমান, হুসেন আহমদ, বিশ্বজিৎ দে রায়, জাবেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী, জহিরুল কবির চৌধুরী শিরু, ফখরুছ সালেহিন নাহিয়ান, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ নান্নু ও দেওয়ান সাকিব আহমদ, কোষাধ্যক্ষ আক্কাস উদ্দিন আক্কাই, প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমান, সমাজসেবা সম্পাদক মাহবুব আলম মিসবাহ, দপ্তর সম্পাদক সোহেল আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পলাশ কর, নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাসন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জানে আলম নুরি রাহেল, ডা: আযহারুল ইসলাম রানা, দুলাল আহমদ, ফাত্তাহ বকসি, আব্দুস সামাদ, আব্দুল মুমিন মামুন, আহাদ চৌধুরী শামীম, শফিকুর রহমান, জমির উদ্দিন, ইমরান আজাদ, কবির উদ্দিন, জামিল আহমদ, আব্দুল কাদির, নাজিম উদ্দিন আহমদ পান্না, আবু সাইদ তায়েফ, মারুফ আহমদ টিপু, রাহাত বক্ত রান্ধু, সাইদুর রহমান হৃদয়, আব্দুল মন্নান, সোলেমান হোসেন সুমন, মিনহাজুর রহমান রাছেল, বিমল দেবনাথ, সামসুল আলম চৌধুরী আলম, এডভোকেট রাজ্জাক খান, মো: মারুফুল ইসলাম, সায়দুর রহমান সায়মন, তানবির আলম রনি ও সিমন আহমেদ সুমন।