দেড় যুগে চাঙ্গা সুনামগঞ্জ বিএনপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ১০:১৭:২০ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে সুনামগঞ্জের জাতীয়তবাদী দল বিএনপি ও তার অঙ্গসংগঠন। নেই মিথ্যা কিংবা গায়েবি মামলার চাপ। শেখ হাসিনার পলায়নের পর জামিনে কারাগার থেকে বের হয়ে আসছেন বন্দী নেতাকর্মীরা। জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সাংগঠনিক কার্যক্রম, যেখানে নেতাকর্মীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবমিলিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত ও চাঙ্গাভাব বিরাজ করছে।
সম্প্রতি দলের কার্যক্রম গতিশীল করতে জেলা বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। সাবেক কমিটির সভাপতি সাবেক তিন বারের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন সংশ্লিষ্টরা। নবগঠিত আহ্বায়ক কমিটিতে জেলা বিএনপির উল্লেখযোগ্য সক্রিয় নেতারা স্থান পাওয়ায় উচ্ছ্বসিত সংগঠনের তৃণমূল কর্মীরা। বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠিত হওয়ায় নতুন নেতৃত্ব ঘিরে ঢের প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নেতাকর্মীরা জানান, পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে চাঙ্গা অবস্থা বিরাজ করছে। বিগত সময়ে হামলা, মামলার কারণে নিষ্ক্রিয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন গ্রাম পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাছাড়া, উপজেলা পর্যায়ে সক্রিয় একাধিক বলয়। বিভিন্ন মিছিল, মিটিং ও সাংগঠনিক কর্মসূচী আয়োজনে মুখরিত রাজনৈতিক মাঠ। নবগঠিত কমিটি ঘোষণার পর থেকে উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতৃত্ব প্রত্যাশীরা এখন জেলামুখী। পদ পদবী বাগিয়ে নিতে করছেন তোড়জোর।
এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রীয় সংস্কার ও আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আসনে প্রচার অভিযানে যোগ দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। সম্প্রতি সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী কয়ছর এম আহমদের একাধিক সভায় জেলা নেতৃবৃন্দের সরব উপস্থিতি ছিল। এছাড়াও দিরাই শাল্লা, ছাতক-দোয়ারাবাজার, তাহিরপুর, জামালাগঞ্জসহ সংশ্লিষ্ট নির্বাচনী আসনে নানা কর্মসূচি পালন করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
দীর্ঘদিন পর গেল ৭ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে জেলা বিএনপি। ওইদিন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হয় শহরে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনের প্রত্যয়ের মধ্য দিয়ে নেতাকর্মীদেরকে নতুন বার্তা দেন জেলা বিএনপির দায়িত্বশীলরা।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমরা চাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে। বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যা দলের বদনাম নিয়ে আসে। আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে। ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই এই দেশে হবে না। আমরা নতুন নেতৃত্ব পেয়েছি। দলকে সুসংহত করতে উপজেলা ও পৌরসভা পর্যায়ে নতুন করে নেতৃত্ব গঠন করা হবে। আগামীর দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।