শেভরনের উদ্যোগে সিলেট প্রেসক্লাবে কর্মশালা
সাংবাদিকদের ভূতত্ত্ব বিষয়ক জ্ঞান অর্জন জরুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪, ৪:১৯:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চল জ্বালানি সেক্টরের আঁধার। বিশেষ করে সুরমা বেসিনে রয়েছে জ্বালানির বিপুল মজুদ। এই অঞ্চলের গ্যাস যথাযথ প্রক্রিয়ায় উত্তোলন ও সরবরাহ করছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। কাজেই, এ অঞ্চলের সাংবাদিকদের ভূতত্ত্ব বিষয়ক জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি।
মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান শেভরনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে সিলেট প্রেসক্লাবে ‘জিওলজি ফর নন জিওলজিস্ট’স শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে সূচনা বক্তব্য রাখেন-শেভরন, বাংলাদেশ-এর কমিউনিকেশন্স ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) শেখ জাহিদুর রহমান। বক্তব্য রাখেন-শেভরন বাংলাদেশ-এর ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী। কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন-শেভরনের জিওলজিস্ট সিরাজাম মুনিরা ও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার সামিউজ্জামান খন্দকার। উপস্থিত ছিলেন-শেভরনের অ্যাডভাইজার কর্পোরেট অ্যাফেয়ার্স এহসানুল হাসান ও জঙ্গি ফেরদৌস।
কর্মশালায় বক্তারা আরো বলেন, রিপোর্টিংয়ের ক্ষেত্রে সাংবাদিকদের টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ও ক্লেরাফিকেশন খুবই জরুরি। শেভরন বাংলাদেশ সিলেটের সাংবাদিকদের জন্য যে কর্মশালার আয়োজন করেছে তা তাদের পেশাগত কাজে উপকারে আসবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা আয়োজনের আশ্বাস দেয়া হয় শেভরনের পক্ষ থেকে।
দিনব্যাপী এই কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।