সিলেটে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত
‘ডায়াবেটিস প্রতিরোধে সবচেয়ে বেশি জরুরি সচেতনতা’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ১২:১৯:২৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সারাদেশের ন্যায় সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিক দিবস পালতি হয়েছে। ‘ডায়াবেটিস-সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা, ফ্রি ডায়াবেটিস ক্যাম্প, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি অধ্যাপক ডা. এমএ আহবাব বলেছেন, বাংলাদেশে প্রতি ১০০ জনে প্রায় ১৪ জন প্রাপ্ত বয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত। এই সংখ্যা আশংকাজনকভাবে বাড়ছে। ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি মানুষ জানেনই না যে তারা এই রোগে আক্রান্ত। ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তাই ডায়াবেটিস প্রতিরোধে সবচেয়ে বেশি জরুরি সচেতনতা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডায়াবেটিক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ডায়াবেটিস রোগীর ৯৭ শতাংশই টাইপ-২। এ ধরনের ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। পদক্ষেপ নিলে এ রোগকে অনেক বিলম্বিত করা যায়। সিলেট ডায়াবেটিক হাসপাতালের অফিস সহকারী মো: লিয়াকত হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সমিতির কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক, কলামিস্ট আফতাব চৌধুরী, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, আলোচন সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির কার্যকরি কমিটির সহ-সভাপতি ডা. মোঃ আলতাফুর রহমান, সদস্য নাজনীন হোসেন, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা, নিহারেন্দু দাস, সিনিয়র মেডিকেল অফিসার ডা. একেএম জিয়াউল হক প্রমুখ।
এর পূর্বে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বাদ্যযন্ত্র সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এছাড়ও সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কালেক্টরেট মসজিদ গেইট প্রাঙ্গণে এবং সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা কর্মসূচির ও আয়োজন করা হয় । এদিকে পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। আগামী চার বছরে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ডায়াবেটিসের সমস্যা থেকে বাঁচতে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে এসএস ফার্মেসীর সম্মুখ থেকে একটি র্যালি বের হয়ে গোলাপগঞ্জ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ডায়াবেটিস প্রতিরোধে করণীয় সংক্রান্ত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে বেলা ১১টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকার মিশ্রপাড়ায় গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডা. শাহিন আহমেদ এর তত্ত্বাবধানে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে প্রায় দেড়শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধসহ ডায়াবেটিসের চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় র্যালি ও ক্যাম্পে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম আব্দুর রহিম, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম রাজু, গোলাপগঞ্জ পৌরসভা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ছালিক আহমদ, সিলকো ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মিল্লাদ হোসেন টিটু, গ্লোব ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার বিদ্যুৎ ভূষন দেব, আলামিন ফার্মেসীর স্বাত্বাধিকারী জাবেদ আহমদ ও সমাজসেবক নজরুল ইসলাম মিজান।