সুনামগঞ্জ মেডিকেলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী
সুন্দর, সুস্থ জীবনের প্রত্যাশায় খেলাধুলা জরুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৫:২০:০৩ অপরাহ্ন
ডা: এস.এম. আসাদুজ্জামান জুয়েল : সুন্দর, সুস্থ ও কর্মক্ষম জীবনের প্রত্যাশায় খেলাধুলায় শ্রেণি পেশা নির্বিশেষে সবারই অংশগ্রহণ জরুরি।
মেডিকেল পেশার মতো এবং মেডিকেলের পড়ালেখার মতো কঠিন বিষয় চর্চার পাশাপাশি শারীরিক সুস্থতা আগে জরুরি, যার জন্য একঘেঁয়েমি কাটানোর জন্য অবশ্যই খেলাধুলায় অংশগ্রহণ করাও দরকার।
গত ১ ডিসেম্বর সুনামগঞ্জ মেডিকেল কলেজের ‘বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৪’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী একথা বলেন।
সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ডা: এম.এ. কাইয়ুম, সহযোগী অধ্যাপক ডা: মঈনুল ইসলাম চৌধুরী (নান্না), সহযোগী অধ্যাপক ডা: আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা: এম.এ. কাসেম, সহকারী অধ্যাপক ডা: শাহরিয়ার খলিল চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি ওসমানীর অধ্যক্ষ ডা: জিয়াউর রহমান চৌধুরী সুনামগঞ্জ মেডিকেলের ইন্ফ্রাস্ট্রাকচার দেখে মুগ্ধ হন এবং আশ্বাস দেন, এই মেডিকেলের ক্লিনিক্যাল শিক্ষার্থীদের ট্রেনিং-এর জন্য ওসমানীতে সুযোগ দেয়া হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোস্তাক আহমেদ ভূঁইয়া বলেন, হাওর-বাওড় বেষ্টিত, হাছন-আব্দুল করিমের জন্মভূমিতে আধ্যাত্মিক নগরী সিলেটের অতিথিবৃন্দকে কাছে পেয়ে আমরা আনন্দিত।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রথম বর্ষের সিয়াম ও নাবিদা।