সিলেটে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৫:৫৮:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেটে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট।
গতকাল সোমবার রাত আটটার দিকে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ গালিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ভারত তাদের আচরণের মাধ্যমে প্রমাণ করেছে তারা বিশ্বসভ্যতা এবং ভদ্রতাকে ধারণ করে না।
ভারত সরকারকে তাদের এমন নির্লজ্জ আচরণের জন্য বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে ক্ষমা চাইতে হবে। বক্তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মারা যায়,তবু দেশকে বিক্রি করবে না।