সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপির কর্মিসভা
দলের কোনো কমিটিতে হাইব্রিড নেতাদের স্থান দেওয়া হবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৫:২১:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন চায় জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জের তৃণমূলের নেতাকর্মীরা।
আওয়ামী শাসনামলে সুবিধাভোগকারী হাইব্রিড নেতাদের দলে স্থান না দেওয়ার আহ্বানও জানান তারা।
গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আয়োজিত সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির কর্মিসমাবেশে দলের শীর্ষ নেতাদের প্রতি এই আহ্বান জানান তারা।
কর্মিসমাবেশে সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপির বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এর সভাপতিত্বে কর্মিসমাবেশে বক্তারা আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী নেতারা বোল পাল্টিয়ে বিএনপিতে অনুপ্রবেশ করছে।
যারা বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল, তারাই আজ বিএনপির সুফল পেতে চায়। হামলা মামলার মাধ্যমে বিএনপির ত্যাগী নেতাদের হয়রানিকারী চিহ্নিত ব্যক্তিরা যাতে কখনোই বিএনপির অঙ্গসংগঠনে স্থান না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন জানিয়েছেন, দলের কোনো কমিটিতে হাইব্রিড নেতাদের কোনোভাবেই স্থান দেওয়া হবে না। যারা বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলো এবং ত্যাগ শিকার করেছেন তাদেরই দলে মূল্যায়ন করা হবে।
আগামীতে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে ত্যাগীদের মূল্যায়নের বিকল্প নেই। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল এর সঞ্চালনায় কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির ১ম সদস্য মিজানুর রহমান চৌধুরী। এসময় তিনি তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
কর্মিসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনুর আলী, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদের আহমদ, আকবর আলী, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ, সেলিম আহমদ, ফারুক আহমদ, আনসার উদ্দিন প্রমুখ।