দিরাইয়ের রাড়ইল গ্রামে বন্দুকযুদ্ধে আহত ২৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৬:০৮:১৮ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২ জনসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের সুমন চৌধুরী ও নুনু চৌধুরী গ্রæপের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন মহিবুর মিয়া
(২৫), আন্জু মিয়া (২৩), সুয়েল মিয়া (২৫), জুয়েল মিয়া (৪০), আকমল চৌধুরী (৬২), কনর মিয়া (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন (৬৫), আবেদ চৌধুরী (২৫), মুরশেদ মিয়া (৪২), জুবেদ মিয়া (৩৮) ও জানে আলম (২৪)। অন্য আহতরা পৃথকভাবে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রশান্ত কুমার দাস বলেন, চিকিৎসা নিতে আসা ১২ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।
দিরাই থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাড়ইল গ্রামের সুমন চৌধুরী ও নুনু চৌধুরী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে আসছিলো।
এনিয়ে একাধিকবার তাদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এসব বিষয়ে দিরাই থানায় ডজন খানেক মামলাও রয়েছে। তারই জেরে গতকাল সুমন গ্রুপ ও নুনু গ্রæপের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পৌঁছেছে। গ্রামের পরিবেশ শান্ত রয়েছে। ঘটনায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।