এশিয়া কাপ ক্রিকেট
ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৫:৩৩:১৯ অপরাহ্ন

বদরুদ্দোজা বদর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আবারও চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে এবারের ফাইনালে ইন্ডিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
গতকাল রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল ইন্ডিয়া। ১৭ রানে প্রথম, ৪১ রানে দ্বিতীয় ও ৬৬ রানে ৩ উইকেট হারানোর পর শিহাব জেমস ও রিজান হোসেন ৬২ রানের পার্টনার শীপ গড়ে তুলেন।
জেমস ৪০ করে আউট হয়ে গেলে আবারও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৬৭ রানে আট উইকেট পড়ার পর রিজানের ৪৭ এবং ফরিদ হাসান ও মারুফ মৃধার ৩১ রানের জুটি ১৯৮ রানের সংগ্রহ গড়ে তুলে বাংলাদেশ। ফাহাদের বলে আয়ুশ দলের ৪ রানে বোল্ড হয়ে গেলে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইন্ডিয়া।
৪.৪ ওভারে দ্বিতীয় উইকেট হারান তারা। ৯২ রানে সপ্তম উইকেট হারানোর পর দিশেহারা হয়ে পড়ে ইন্ডিয়া।
দলের ১১৫ রানে ইন্ডিয়ান ক্যাপ্টেন মোহাম্মদ আমানকে বোল্ড করে দেন বাংলাদেশ ক্যাপ্টেন আজিজুল হাকিম। শেষ পর্যন্ত ১৩৯ রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়া। ৫৯ রানে জয় নিয়ে এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করে বাংলাদেশ।
আরব আমিরাতকে হারিয়ে গতবার এশিয়া কাপ জিতে ছিল বাংলাদেশ। এবারের ফাইনালে ১৯৮ রানে অল আউট করে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল ফেভারিট ইন্ডিয়া।
যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলেছেন তারা। কিন্তু বাংলাদেশ বোলারদের দাপটে ৩৫.২ ওভারে ১৩৯ রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়া। চ্যাম্পিয়ন হওয়ার সব আশা নিভিয়ে দিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ।