হবিগঞ্জ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ইন্টার্ন এন্ডিং
চিকিৎসকদের মানবিক হতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৫:৩৮:২০ অপরাহ্ন
ডাঃ এসএম আসাদুজ্জামান জুয়েল: রোগীরা যাতে সঠিক সেবা পায়, সেদিকে নজর দিতে চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী। মেডিকেল শিক্ষাকে শুধু আত্মস্থ করলেই হবে না-এই মন্তব্য করে তিনি বলেন, চিকিৎসকদের রোগীদের কাছে মানবিক হতে হবে।
গতকাল মঙ্গলবার হবিগঞ্জ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ইন্টার্ন এন্ডিং প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ জাবেদ জিল্লুর বারীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মিজানুর রহমান, ওসমানী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা: মোস্তফা তৌফিক আহমেদ, ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ নাইমুল ইসলাম চৌধুরী (নান্না), সহকারী অধ্যাপক ডা: মো: শুয়াইব আহমদ (শোয়েব), হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: মোহাম্মদ আমিনুল হক সরকার, সিভিল সার্জন ডা: রত্নদীপ বিশ্বাস, ডা: আহমুদুর রহমান আবদাল, সহকারী অধ্যাপক ডা: সৈয়দ নাফী মাহদী প্রমুখ। উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বৈষম্য বিরোধী মিডলেভেল চিকিৎসক পরিষদ সভাপতি ডা: মোহাম্মদ জামিল আহমদ ও ডা: মামুনসহ হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক, ডাক্তার, ছাত্র/ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, ইন্টার্ন এন্ডিং প্রোগ্রাম ২০২৫-এর ৩ দিনব্যাপী আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে আজ বুধবার দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানমালা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে এ অনুষ্ঠান।
এদিকে সকাল ১০ টায় অতিথিবৃন্দের উপস্থিতিতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন প্রধান অতিথি ওসমানী মেডিকেল অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী। সভাপতি তার বক্তব্যে বলেন, চিকিৎসকদেরকে সমাজের উপর থেকে নীচ তলার সবার সাথেই মিশতে হয়। অনুষ্ঠানে সিলেট থেকে আগত অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।