বাংলাদেশ কানাডিয়ান ফাউন্ডেশন টরেন্টোর মতবিনিময়
‘রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে শান্তিময় সমাজ গড়ে তুলতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৪:৩৩:৩৯ অপরাহ্ন

কানাডা স্কারবো সাউথ ওয়েস্টের তৃতীয়বারের মতো নির্বাচিত এমপিপি ডলি বেগম বলেছেন, রমজান সংযম ও সংহতির মাস, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সকলের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টির মাধ্যমে সুন্দর শান্তিময় সমাজ গড়ে তুলতে হবে। সোমবার বিকেলে কানাডা টরেন্টো ডেনফোথ রেড হট রেস্টুরেন্টে বাংলাদেশ কানাডিয়ান ফাউন্ডেশন টরেন্টো এর উদ্যোগে মতবিনিময় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফাউন্ডেশন এর সভাপতি মঈনউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেক্রেটারী কামিল হোসেন এর পরিচালনায় সভায় কানাডায় সফররত কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সভাপতি জামিল চৌধুরী ছিলেন অন্যতম মধ্যমনি। অনুষ্ঠানে তিনি তার অনুভুতি ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার সম্পাদক ও কানাডা বিএনপির সভাপতি আহাদ খন্দকার, সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন এর সভাপতি প্রফেসর আতাউর রহমান, মাইনরিটি রাইট এলায়েন্স এর সভাপতি রোটারিয়ান নিরঞ্জন দাস, কানাডিয়ান ফাউন্ডেশন টরেন্টো এর ইনকামিং প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মাসুক মিয়া, কৃষিবিদ ফয়জুল করিম, সুনামগঞ্জ সমিতি টরেন্টো সহ সভাপতি সামীম আহমদ, ফটো জানালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, প্রফেসর তানভীর আহমেদ চৌধুরী, প্রফেসর আশিকুজ্জামান, রোটারিয়ান কফিল উদ্দিন বাবলু, বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট এর প্রেসিডেন্ট রফিকুল ইসলাম খসরু,রোটারিয়ান আমান উদ্দিন,আ, ন, ম ইউসুফ, আমীরুল ইসলাম , উম্মে হাবিবা, নাহিদ আহমদ, আল আমিন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র তেলাওয়াত—করেন রুম্মান আহমেদ। -বিজ্ঞপ্তি