জেলা বিএনপি’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আজ
১৩ বছরেও এম ইলিয়াস আলীর গুম রহস্য উদঘাটিত হয়নি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৫, ১:৩৯:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ ১৩ বছরেও বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুম রহস্য উদঘাটিত হয়নি। ছেলে ফেরার প্রতীক্ষায় আজো প্রতীক্ষার প্রহর গুনছেন ইলিয়াস আলীর বৃদ্ধা মা সূর্যবান বিবি, সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা ও তার ছেলে মেয়েরা। ইলিয়াস আলীর সাথে তার গাড়ি চালক আনসার আলীরও খোঁজ মেলেনি আজো।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে নিজ বাসায় ফেরার পথে রাজধানীর মহাখালী থেকে গাড়ী চালক আনছার আলীসহ নিখোঁজ হন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী । ওইদিন মধ্যরাতে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর ব্যবহৃত গাড়ীটি উদ্ধার হলেও সন্ধান মেলেনি তাদের দুজনের।
দিন কিংবা মাস নয়, একে একে পেরিয়েছে ১৩ বছর। তবে অপেক্ষার প্রহর এখনো ফুরায়নি। ইলিয়াস আলীর বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়নি কোন স্পষ্ট বক্তব্যও। তবে এখনো তার ফের আসার ব্যাপারে আশাবাদী তার স্বজনরা। অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরা। ইলিয়াস আলীর মা সূর্যবান বিবি এখনো আছেন ছেলের প্রতীক্ষায়। ছেলের জন্য কাঁদতে কাঁদতে তার চোখের পানি অনেকটা শুকিয়ে গেছে।
ইলিয়াস আলী নিখোঁজের পর তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে দেশব্যাপী গড়ে উঠে কঠোর আন্দোলন। আন্দোলন করতে গিয়ে ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথে প্রাণ হারান তিনজন। টানা কর্মসূচি পালন করেছিল কেন্দ্রীয় বিএনপিও। স্বামীকে উদ্ধারের আবেদন জানাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনাও। গুমের দুই দিন পর তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তিনি সেসময় অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবৈধভাবে তার স্বামীকে আটক করেছিল। তখন দলের নেতারাও একই অভিযোগ তুলেছিলেন। ইলিয়াস আলীকে আদালতে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হাইকোর্টের নির্দেশ চেয়েছিলেন ইলিয়াস পত্নী লুনা। তার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ১০ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে রুল জারি করে বলেছিলেন, ইলিয়াস আলীকে অবৈধভাবে আটক করা হয়নি এই মর্মে সন্তুষ্ঠ হওয়ার জন্যে কেন তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না। পরবর্তীতে আবেদনকারী বা সরকার রিট আবেদনের শুনানির বিষয়ে কোনো উদ্যোগ আজো পরিলক্ষিত হয়নি।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ইলিয়াসপত্মী লুনা বলেন, এক এক করে ১৩টি বছর হয়ে গেলো ইলিয়াস আলী নিখোঁজ হলো। আমাদের চোখে যতক্ষণ জল আছে ততক্ষণ শুধু প্রিয়জনের অপেক্ষায় অশ্রুবিসর্জন করবো। সরকারের দ্বারস্থ হয়েছি। কিন্তু, কোন ফল পাইনি। সরকার ইলিয়াস আলীর সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। আমরা আল্লাহর আদালতেই বিচার দিলাম। জনতার সরকার প্রতিষ্ঠিত হলে ইলিয়াস রহস্যের উদঘাটন হবে বলে তার আশা।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারই গুম করে। আমরা আমাদের নেতার সন্ধান চাই। তার সন্ধানের দাবিতে বিএনপি আজ দুটি কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি।
জেলা বিএনপির কর্মসূচি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলীর নিখোঁজের ১৩তম বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দুটি কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচি আজ সকাল সাড়ে ১১টায় কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়া, দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।
কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এতে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি কামনা করেছেন।