কারাগারে ছিলেন রাজার হালে
সিলেটের সাবেক এসপি মান্নান সাময়িক বরখাস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৫, ৫:১৪:১৩ অপরাহ্ন

কাউসার চৌধুরী :
সিলেটের সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এসপি আব্দুল মান্নানের বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
গ্রেফতারের পর সিলেট কারাগারে তিনি রাজার হালে ছিলেন। এমনকি কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার সময় তাকে হাতকড়াও পরানো হয়নি। আদালতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে ‘স্যার স্যার’ বলে সম্বোধন করতেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় গত ৮ জানুয়ারি মামলা হয়। এই মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মান্নান বর্তমানে কারাগারে আছেন। তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বর্তমানে এসপি আব্দুল মান্নান ঢাকার কেরানীগঞ্জ কারাগারে আটক রয়েছেন বলে সিলেট আদালতের পরিদর্শক জামশেদ আলম জানিয়েছেন।
সূত্র জানায়, গত ২ মার্চ সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খায়রুল আমিনের আদালতে গ্রেফতারকৃত এসপি আব্দুল মান্নানকে হাজির করা হয়।
জি আর ৬/২০২৫ নং মামলায় ওইদিন তার নিয়মিত হাজিরা ছিল। সিলেটের গোলাপগঞ্জ থানার দুটো পৃথক মামলার আসামি হিসেবে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে এসপি আব্দুল মান্নানকে তখন প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়।
তার হাতে হাতকড়া নেই। জিন্সের প্যান্ট আর টি শার্ট পরিহিত এসপি আব্দুল মান্নানকে ঘিরে আছেন একদল পুলিশ সদস্য। বোঝার কোনো উপায় নেই যে, একজন আসামিকে নিয়ে আসা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক অকিল উদ্দিন তাকে পুরোদস্তুর প্রটোকল দেন আর বার বার ‘স্যার স্যার’ বলে সম্বোধন করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে এ প্রতিবেদক এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। আসামির এমন রাজকীয় অবস্থা এ প্রতিবেদক ছবি তুলতে গেলে এডিশনাল এসপি রফিকুল ইসলাম বাধা দেন। এক পর্যায়ে তিনি এ প্রতিবেদককে জোর করে সরিয়ে দিয়ে দ্রুত এসপি আব্দুল মান্নানকে নিয়ে প্রিজনভ্যানে তুলেন। এরপর কারাগারে নিয়ে যান। অথচ ওই ঘটনার কয়েক দিন আগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাতকড়া পরিয়ে আদালতে তোলার ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু সিলেটে এসপি আব্দুল মান্নানের রাজকীয় অবস্থার বিষয়টি নিয়ে সচেতন লোকজনের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।
সিলেটের এসপি থাকাকালীন তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ আছে। এছাড়াও সিটিটিসির পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোরও একাধিক অভিযোগ রয়েছে ।
জানা গেছে, রংপুর রেঞ্জের পুলিশ সুপার থাকা অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি রাতে রংপুর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে। পরদিন তাকে সিলেটে নিয়ে আসা হয়। ৯ ফেব্রুয়ারি বিকেলে গোলাপগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি গোলাপগঞ্জ থানার মামলা নং- ০৬, তারিখ ০৮/০১/২০২৫ ও মামলা নং-১৭, তারিখ ১৯/০৯/২০২৫ নং মামলার আসামি হিসেবে কারাগারে আটক আছেন।
২ মার্চ সিলেট আদালতে হাজিরার পরে তাকে ঢাকার একটি মামলার আসামি হিসেবে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিসিএস ২৫তম (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আব্দুল মান্নান গত বছরের ১০ জুলাই সিলেটের এসপি হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি কুমিল্লার এসপি হিসেবে কর্মরত ছিলেন। জুলাই গণআন্দোলনে তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করেন। ছাত্র-জনতার উপর বলপ্রয়োগেরও নির্দেশ দেন।
সরকার পতন হলে সিলেটে যোগদানের ৪৮ দিনের মাথায় ২৭ আগস্ট তাকে সিলেট থেকে রংপুরে বদলি করা হয়।