সিলেটে ইমামদের মানববন্ধন ও সমাবেশ
মাওলানা রইস উদ্দিন হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৫, ১১:০২:০৫ অপরাহ্ন

গাজীপুরের হায়দরাবাদ মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সিলেটে মানববন্ধন ও সমাবেশ করেছেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ১১৭৯ ব্যাচের প্রশিক্ষণার্থী সাত জেলার ইমামরা।
রোবাবার (৪ মে) দুপুরে নগরীর শাহী ঈদগাহ এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, ‘একজন ইমামকে নির্বিচারে পিটিয়ে হত্যার ঘটনা একটি অশনি সংকেত। এটা শুধু একজন ইমামকে হত্যাই নয়, গোটা দেশের ইমামদের আত্মমর্যাদার ওপর চরম আঘাত। আমরা সরকারের কাছে এ ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন। ইমাম প্রশিক্ষণ একাডেমির ১১৭৯ ব্যাচের চিফ মনিটর ক্বারী মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা মনিটর মাওলানা ক্বারী শাহজাহান হুসাইন সাদেকীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা মনিটর মাওলানা রেদওয়ান আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মনিটর মাওলানা জুয়েল আহমদ, সুনামগঞ্জ মনিটর মো. দেলোয়ার হোসাইন, হবিগঞ্জ জেলার প্রশিক্ষণার্থী মাওলানা মোজাহিদুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা মনিটর মাওলানা ইয়াসিন আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মৌলভীবাজার জেলার প্রশিক্ষণার্থী হাফেজ সাব্বির আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন বলেন, ‘ইমামরা সমাজের শান্তির দূত, তাদের ওপর হামলা করা মানে দেশের মূল কাঠামোর ওপর আঘাত হানা। এমনটা চলতে থাকলে আমরা আর চুপ থাকব না।’
মাওলানা ক্বারী শাহজাহান হুসাইন সাদেকী বলেন, ‘এই নির্মম হত্যাকান্ডের বিচার না হলে সারাদেশের ইমামরা উদ্বেগ ও আতঙ্কে থাকবেন। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। কিন্তু ন্যায়বিচার না পেলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
মানববন্ধনে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, সরসিংদী ও কিশোরগঞ্জ জেলার শতাধিক প্রশিক্ষণার্থী ইমাম উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি