ইফার বিভাগীয় সেমিনার
সামাজিক সমস্যা নিরসনে ইমাম ও খতিবরা প্রশসনীয় ভূমিকা রাখছেন : বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৬:২২:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যা নিরসনে ইমাম ও খতিবরা প্রশসনীয় ভূমিকা রাখছেন। তারা জুমার খুতবায় জীবনধর্মী ও সমসাময়িক বিষয়গুলো তুলে ধরে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধ, পিতামাতার প্রতি দায়িত্ব-কর্তব্য প্রভৃতি বিষয়ে আলোচনা করে জনসচেতনতা সৃষ্টি করে যাচ্ছেন।
বুধবার নগরীর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সমাজিক সমস্যা নিরসন’ শীর্ষক বিভাগীয় আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার উপপরিচালক মনিরুজ্জামান, সুনামগঞ্জ জেলার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, মৌলভীবাজার জেলার উপপরিচালক মো. ফারুক আলম ও ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের প্রশিক্ষক আনোয়ারুল কাদির।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান বলেন, যেকোনো দুঃসময় ও দুর্যোগে দেশের মানুষের পাশে সর্বাগ্রে ইমামরা এগিয়ে আসে। করোনাকালে যখন নিজের সন্তানরাও মা-বাবার লাশ ফেলে দৌড়াচ্ছিলো, সেই সময়ে এদেশের ইমাম-মুয়াজ্জিনরা জীবনের ঝুঁকি নিয়ে পরম মমতায় সেই লাশগুলো দাফন-কাফনে এগিয়ে এসেছিলেন। ইতিহাসে এই নজির চিরদিন লেখা থাকবে।
এ সময় ইফা মহাপরিচালক ইমামদেরকে জুমার খুতবায় ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত কথাবার্তা পরিহার করার অনুরোধ করে বেশি বেশি জনসচেতনতামূলক বার্তা পৌছে দেওয়ার আহবান জানান। অনুষ্ঠানে সিলেট বিভাগের পাঁচ শতাধিক ইমাম অংশ নেন।