নতুন করে আবার মুজিববাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে- সিলেটে হাসনাত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৯:৩৪:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নতুন করে আবার দেখতে পাচ্ছি, মুজিববাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে। তারা কথায় কথায় আমাদেরকে বাংলা ছাড়তে বলছে। আমরা বলবো চাঁদাবাজ আর দখলদার, বাংলা নয় তোর বাপ-দাদার। এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশে কোনো সন্ত্রাসদেরকে আমরা ঠাঁই দিবো না। আমাদের দেশটা জনগণের হয়ে উঠে নাই। আমরা আপনাদের কথা দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনগণের হাতে আমরা ফিরিয়ে দিবো। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সিলেটবাসী প্রবাসে গিয়ে রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে চাকা সচল রেখেছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে সুনামগঞ্জ থেকে তারা সিলেটে পৌঁছে প্রথমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ রুদ্র তোরণে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরের চৌহাট্টা থেকে রিকাবীবাজার হয়ে আবার চৌহাট্টাস্থ শহীদ মিনারে এসে পদযাত্রা শেষ হয়।
পরে সেখানে পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এতদিন পর্যন্ত আমাদের দেশ ছিল ধনিক শ্রেণির, আমাদের দেশটা হয়েছে বসুন্ধরার, আমাদের দেশটা হয়েছে প্রশাসনের, আমাদের দেশটা হয়েছে আর্মীদের। আমাদের দেশটা জনগণের হয়ে উঠে নাই। আমরা আপনাদের কথা দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনগণের হাতে আমরা ফিরিয়ে দিবো। ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ, যারা আওয়ামীলীগ করেছে, আওয়ামীলীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, আওয়ামীলীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামীলীগ আর আমাদের মাঝে বিভিন্নভাবে, বিভিন্নরূপে আর ফিরতে পারবে না। কিন্তু, বিশৃঙ্খলা করবে। তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়, এনসিপি কোনো ধান্দাবাজের দল নয়, এনসিপি উঠে এসেছে সংকট থেকে, সংকট, সমস্যার সমাধান করে। ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে, আওয়ামীলীগের চাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে।’




