সিলেট-সুনামগঞ্জ সড়ক : ভেস্তে গেছে চারলেন প্রকল্প
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ১:১৭:৪৯ অপরাহ্ন

শহীদনূর আহমেদ, সুনামগঞ্জ থেকে: সড়কের ধারণ ক্ষমতার চেয়ে যানবাহন বৃদ্ধি, সরু সড়ক, দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধিসহ নিরাপদ সড়ক নিশ্চিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ককে চারলেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। বিগত সরকারের সময় সড়ক প্রশস্তকরণসহ চারলেনে উন্নীত করার উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ।
তবে জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি আলোর মুখ দেখেনি। ট্রাফিক ব্যবস্থার অপর্যাপ্ততা ও অনুপযোগিতার অজুহাতে প্রকল্পটি বাতিল করে প্লানিং কমিশন। বলা যায়, তৎকালীন সরকারের জনপ্রতিনিধিদের দায়িত্বহীন ও সংশ্লিষ্ট দপ্তরের অদূরদর্শিতায় ভেস্তে গেছে চারলেন প্রকল্পটি।
এদিকে, পটপরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিলেট-সুনামগঞ্জ সড়ক চারলেন করার দাবি তুলেছেন বিভিন্ন মহল। আগামীতে নতুন সরকারের মাধ্যমে হাওরবাসীর লালিত স্বপ্নের বাস্তবায়ন হবে এমনটাই মনে করছেন জেলাবাসী। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সুনামগঞ্জ-সিলেট সড়ক চারলেনে উন্নীত করতে একটি প্রকল্প প্রস্তুত করে পরিকল্পনা কমিশনে পাঠায় সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। তবে প্রকল্পটি অনুপযোগী উল্লেখ করে সে-বছরই ফেরত পাঠায় কমিশন। প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নে উপযোগিতা না থাকায় প্রকল্পটি প্রয়োজনীয়তা নেই বলে জানান সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়ক চারলেন প্রকল্প আপাতত হচ্ছে না। আমরা একটি প্রস্তাবনা প্লানিং কমিশনে পাঠিয়েছিলাম। কিন্তু প্লানিং কমিশন সেটি ফেরত পাঠিয়েছে। তারা এই প্রকল্পের প্রয়োজনীতা মনে করেননি। তবে সুনামগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি এ সড়ক চারলেনে উন্নীত করার। সড়কের দু’টি স্থানে চারলেন করা হচ্ছে। একটি শহরের ট্রাফিক পয়েন্ট থেকে হাছন তোরণ পর্যন্ত এবং অন্যটি শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে সদরপুর ব্রিজ পর্যন্ত। তবে, পুরো সড়কটি চারলেনে করতে আগামীতে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান তিনি।
এদিকে, সাম্প্রতিক সময়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। সড়কে ধারণ ক্ষমতার চেয়ে যানবাহন বৃদ্ধি, সরু ও সংকীর্ণ সড়ক- এগুলো দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। সড়ক চারলেনে উন্নীত করতে সরকারের দৃষ্টি কামনা করেছেন পরিবহন মালিক, শ্রমিকসহ যাত্রী সাধারণ ও সচেতন নাগরিকরা।
নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়ক এখন সবচেয়ে ব্যস্ততম সড়ক। এই সড়কে প্রতিদিনই দুর্ঘটনা হচ্ছে। এর অন্যতম কারণ সড়ক সরু। সড়ক চারলেনে উন্নীত করা এখন সময়ের দাবি।
সুনামগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে সাম্প্রতিক সময়ে যানবাহন বেড়েছে। কিন্তু তার তুলনায় সড়ক ছোট। এটি চারলেনে উন্নীত করলে পরিবহন চলাচলে সুবিধার পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে আমাদের এলাকা সমৃদ্ধ হতো। সড়কপথ উন্নয়ন হলে আমাদের এলাকার জীবনমানও উন্নয়ন হবে। তাই, সিলেট-সুনামগঞ্জ সড়ক চারলেনে উন্নীত করতে সরকারের নিকট দাবি জানান এই পরিবহন নেতারা।