লিডিং ইউনিভার্সিটিতে গবেষণা বিষয়ক কর্মশালা
সামাজিক উন্নয়নে সঠিক পদ্ধতিতে গবেষণা প্রয়োজন : দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫:৫৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে। সামাজিক উন্নয়নে সঠিক পদ্ধতিতে গবেষণার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিশ্বায়নের যুগে গবেষণা সম্পর্কে জ্ঞানার্জনের জন্য সুযোগ তৈরি করতে হবে এবং কাজ করতে হবে।
গতকাল শুক্রবার লিডিং ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে ‘উধঃধ অহধষুংরং টংরহম ঝচঝঝ ধহফ ঝপরবহঃরভরপ জবঢ়ড়ৎঃ ডৎরঃরহম’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন গবেষণা বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালার আয়োজন করার জন্য লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, যেকোনো বিষয়ে গবেষণা করার পূর্বে জানতে হবে কিভাবে গবেষণা করতে হয় এবং সায়েন্টিফিক রিসার্চ করতে কি কি টুলস ব্যবহার করতে হয় তা জানা প্রত্যেক গবেষকের জন্য গুরুত্বপূর্ণ। তিনি এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞানার্জন করার জন্য অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণামূলক কাজে সহায়তায় নিবেদিত উপমহাদেশের প্রখ্যাত দানবীর লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. রাগীব আলীকে অনুষ্ঠানে এসে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা কাজে উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দক্ষ মানব সম্পদ গড়ে সমাজ ও দেশের উন্নয়নে তিনি সবসময়ই এগিয়ে আসেন এবং এ স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার কথা তিনি ব্যক্ত করেন।
কর্মশালার টেকনিক্যাল সেশনে ঝপরবহঃরভরপ জবঢ়ড়ৎঃ ডৎরঃরহম এর উপর আলোকপাত করেন লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া।
উধঃধ অহধষুংরং টংরহম ঝচঝঝ বিষয়ে আলোচনা করেন পাবলিক হেলথ বিভাগের সহকারি অধ্যাপক মো. রাশিদুল হাসান।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া। লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের এডজানক্ট ফ্যাকাল্টি মুনতাহা রৌফের সঞ্চালনায় কর্মশালার অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সনদ প্রদান করা হয়।