সিলেটে ২ হাজার কেজি ভারতীয় জিরাসহ আটক- ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৯:১৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটে ২ হাজার কেজি ভারতীয় জিরাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত কাভার্ড ভ্যান চালক মো. জাকারিয়া আহমেদ (২৮) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের কামাল হোসেন পাকির ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত দশটায় সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর সুরমা বিরিয়ানী হাউজ এন্ড স্ন্যাকবার দোকানের সামনে অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যান থেকে ৬৭ টি বস্তা ভারতীয় জিরাসহ গাড়ির চালক মো. জাকারিয়া আহমেদকে (২৮) আটক করা হয়। এসময় প্রতি বস্তা থেকে ৩০ কেজি করে ২ হাজার ১০ কেজি চিনি আটক করে জব্দ করা হয়। যার প্রতি কেজি ৮০০ টাকা করে মোট ১৬ লাখ ৮ হাজার টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।