সিলেটে ৭৬০ কেজি ভারতীয় চা-পাতাসহ পিকআপ আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৩:৩৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটে ৭৬০ কেজি ভারতীয় চা-পাতা সহ একটি পিকআপ আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানাধীন সিলেট সিটি কর্পোরেশন ৩২নং ওয়ার্ডস্থ মুরাদপুর-টু-কুশিঘাট রোডের মা ভেরাইটিজ স্টোরের সামনে পুলিশের চেকপোস্ট দেখে রাস্তার উপর ফেলে রেখে ২ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।
এসময় ওই পিকআপে তল্লাশী করে পিকআপের ভিতর থাকা ২০ বস্তা ভারতীয় চা-পাতা যার মোট ওজন ৭৬০ কেজি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য- ৩ লাখ ৮০ হাজার টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত মালামাল তালিকা মূল্য জব্দ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।