সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ : অ্যাডভোকেট এমরান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭:৩৯ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। এ ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি বিশ্বাস করে- ধর্ম যার যার, উৎসব সবার। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দুর্ভাগ্যজনকভাবে অতীতের নানা সময়ে তাদের উপর নির্যাতন ও হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। বিএনপি সব সময় এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকারে বিশ্বাস করেছে। আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও স্পষ্টভাবে ঘোষণা করেছেন—বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকারের গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চাই পূজা-উৎসব আনন্দমুখর হোক, নিরাপদ হোক। এদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতা, বৈষম্য বা বিভাজনের স্থান নেই। বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি করে এসেছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর ছুবুর, সিলেট জেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক আব্দুল করিম তাজুল, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক:নাজমুল হোসেন, বিয়ানীবাজর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দউলওয়ার হোসেন সুভাষ, ফয়সল আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, জুবের আহমদ, জিয়াউল হক, তানভির আহমদ, আব্দুল গনি, সৈয়দ তারেক প্রমুখ।