শাবিতে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী ফোরাম’ নামে প্লাটফর্মের আত্মপ্রকাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৯:৫২ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গণতান্ত্রিক চিন্তায় বিশ্বাসী ও অধিকার সচেতন শিক্ষার্থীদের নিয়ে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী ফোরাম’ নামে একটি অরাজনৈতিক প্লাটফর্ম আত্মপ্রকাশ করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারের এক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে প্লাটফর্মটি।
সম্মেলন কক্ষে সংগঠকেরা জানায়, এই প্লাটফর্ম একাত্তরের মুক্তিযুদ্ধ, চব্বিশের গণঅভ্যুত্থানসহ জনতার ন্যায়সংগত সকল গণআন্দোলনকে ধারণ করে কাজ করবে। নতুন এই প্লাটফর্মে বিভিন্ন মতের শিক্ষার্থীরা রয়েছেন বলেও জানান তারা।
অ্যাকাডেমিক হয়রানি নিরসন, শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ, গণতান্ত্রিক চর্চা, নিরাপদ ক্যাম্পাস, সংখ্যালঘু ও আদিবাসী শিক্ষার্থীদের অধিকার, ধর্মীয়, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা, জাতীয় ইস্যুতে ভূমিকা পালন, স্বচ্ছ প্রশাসন নিশ্চিত, শিক্ষার্থীদের যে কোন সমস্যায় দ্রুত সহায়তা ব্যবস্থাসহ শিক্ষার্থী সংশ্লিষ্ট আরো অনেকগুলো উদ্দেশ্য অর্জনে কাজ করবে এই প্লাটফর্ম।
নতুন এই প্লাটফর্মের প্রথম আহ্বায়ক কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. মুস্তাকিম বিল্লাহকে আহ্বায়ক ও গণিত বিভাগের একই বর্ষের শিক্ষার্থী এম কে সাজ্জাদকে মুখপাত্র করা হয়। এছাড়া কমিটিতে আরও ৫০জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
প্লাটফর্মটির উপদেষ্টা হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের সাবেক শিক্ষার্থী ইফরাতুল হাসান রাহিম, অর্থনীতি বিভাগের (২০১৭-১৮) শিক্ষাবর্ষের হাসিব, পদার্থ বিজ্ঞান বিভাগের (২০১৮-১৯) সেশনের মেহরাব সাদাত ও ভূগোল ও পরিবেশ বিভাগের সুলতানা আক্তার লুবনা।